Wednesday, December 6, 2017

ভাষা প্রসঙ্গে

মানুষ প্রজাতির মধ্যে মনের কথা পড়ার বৈশিষ্ট্য না থাকায় কোনো কথা কাজ কি অর্থে বলা ও করা হয়, তা নির্ণয় বড় মাত্রায় অস্পষ্ট ৷ jacques derrida এর deconstruction নিয়ে গবেষনা এই ব্যাপারটা বেশি করে দেখিয়ে দিয়ে তাকে বিখ্যাত করেছে ৷

No comments:

Post a Comment