Saturday, February 27, 2016

ওয়ার্ডস ডোন্ট কিল, ডু দে?

"শব্দমালা মানুষ হত্যা করে, মানুষ মানুষকে হত্যা করে" এই বাক্যসম্বলিত ছবি দিয়ে বাঙালী নাস্তিকদের একটি অংশ নেটে নিজেদের অবস্থিতি (profile) কে প্রদর্শন করছে। তথ্যবিজ্ঞান (information science) ও চিন্তাবিজ্ঞান (memetics) অনুযায়ী প্রমানিত যে সকল শব্দ হচ্ছে চিন্তা (thoughts) এর ক্ষুদ্রতম অংশ মিম (meme) গুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যম। বিস্তারিত ব্যাথ্যা উক্ত বিষয়ের গভীরতর অধ্যয়ন/পড়াশোনার বিষয় এবং এই লেখার অক্ষরসীমার বাইরে। ভাষা ও ভাষা বুঝতে পারা মানুষের মাঝে শব্দের মাধ্যমে চিন্তা ছড়ানোর প্রক্রিয়া জীবাণুবিদ্যা (virology) এর epidemiology বা জীবানু বিস্তারবিদ্যার সূত্রগুলো মেনে চলে, কিছু পরিমানে। অনাকাংখিত জীবাণু বা germs এর মতই বহু চিন্তা আছে যা মানুষের মনে ঋণাত্মক মানসিক অবস্থা তৈরি করতে পারে (রাগ, ক্ষোভ, বিষন্নতা, মরণেচ্ছা, মারণেচ্ছা, বিচ্ছিন্নতেচ্ছা প্রভৃতি)। যেসব চিন্তাএকক বা মিম এভাবে বিপদজনক হয়ে উঠতে পারে, সেগুলোকে memetic hazard বা মিমগত বিপদ বলে চিহ্নিত করা হয়। এখন এই রচনাটি পড়ে, বিষয়গুলো চিন্তা করে মিলিয়ে দেখুন, লেখাটির টাইটেলে প্রদর্শিত বাক্যটি আদৌ সত্য নাকি একটি মিথ্যা প্রচারণা।

Friday, February 12, 2016

গেমারগেটবিরোধীদের সবাই সত্য কথা বলছে, তা নয়

অগণিত সংখ্যক মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি গেমারগেটবিরোধীদের মাধ্যমেও করা হয়েছে ও হচ্ছে। অধিকাংশরই থিম বা পরিবেশ হচ্ছে গেমারগেটবিরোধীদের ষড়যন্ত্রগুলোকে ঢেকে ফেলার চেষ্টা। এই ব্যাপারে প্রমাণ reddit.com/r/kotakuinaction এ গিয়ে দেখা যাবে।

Tuesday, February 2, 2016

smells like false flag

noticed the fact that the day niloy neel was murdered, his wife asha mone was left alive, with the fact standing that asha mone's activities on facebook as of this writing are almost equal to any of the other atheist bloggers and facebooker's acts of performing blasphemous propaganda. the claimed "islamic extremists" had the chance to take down two activists of atheism in that moment. there is also the fact that the ansar islam twitter and facebook accounts which sent out threats and gloats after the murder of avijit roy and niloy neel were created at a very recent times and the way the bengali mainstream media made focus on the "threats" and "gloats". the sequence of events smell like false flag operations. combine this with the events of persecution and threats against mushfique imtiaz chowdhury and myself, amongst uncounted others.