Friday, June 22, 2018

কুরান কি আসলেই অবিকৃতভাবে সংরক্ষন করা হয়েছিলো? (২০১৮ এর আপডেট গবেষনা প্রমানসহ)


original written by abdullah gondal https://www.facebook.com/permalink.php?story_fbid=2161303897433427&id=100006615126777

translated in bangla

সানাঈ পান্ডুলিপিতে দেখা যায় যে কুরানে সম্পাদনা করা হয়েছিলো। এখানে নিচের দিকে প্রদর্শিত লিখনে এখনো আদি আয়াতগুলো দেখা যায়। দাবি করা হয় এটাই খলিফা উসমানের ছড়ানো উসমানি কুরান। সে অন্যগুলো কেনো পুড়িয়েছিলো?

https://www.facebook.com/permalink.php?story_fbid=2044827979081020&id=100006615126777

সামারখন্ড এর পান্ডুলিপি দেখায় অক্ষরগত পার্থক্য যেখানে শব্দসমূহ হারিয়ে গেছে

https://m.facebook.com/story.php?story_fbid=2043793239184494&id=100006615126777
https://m.facebook.com/story.php?story_fbid=2043795415850943&id=100006615126777


বহু আয়াত হারিয়ে যাওয়ার দাবি আছে। যার একটা হচ্ছে স্তনদুধ পানের আয়াত, যেটা নিয়ে একাধিক হাদিসে বলা আছে

https://m.facebook.com/story.php?story_fbid=2002138860016599&id=100006615126777

বহু আয়াত সংক্ষেপ করা হয়েছে
https://m.facebook.com/story.php?story_fbid=2007296466167505&id=100006615126777

কুরান ২:২৩৮ এ একটা শব্দ সম্পাদিত ও নেই কেনো? এটা বহু জায়গাতে বর্নীত হয়েছে। নিচের হাদিসগুলো দেখুন
https://sunnah.com/muslim/5/263
https://sunnah.com/abudawud/2/20
https://sunnah.com/malik/8/27
https://sunnah.com/nasai/5/25

কিতাব আল মাসাহিফ, সুয়ুতিস ইতকান, আল ফিহরিস্টে বর্নীত সংস্করনগুলো যদি পড়েন তাহলে লেজেগোবর হয়ে যাবে বহু জায়গাতে
https://m.facebook.com/story.php?story_fbid=2037142549849563&id=100006615126777

মুহাম্মাদ নিজে আয়াত ভুলে যেতো
https://sunnah.com/muslim/6/266
https://sunnah.com/bukhari/80/32
https://sunnah.com/bukhari/52/19

নবীর ভুল কেউ ধরিয়ে দিলে তখনই আয়াতে সম্পাদনা হতো, এই হাদিসে দেখুন
https://sunnah.com/urn/42730

আল্লাহ কেনো রোজার সময় নিয়ে দ্বিধাতে ছিলো, কেনো তিনি আরেকটা শব্দ পরবর্তীতে যুক্ত করলো?
https://sunnah.com/urn/41930

সাহাবাদের মধ্যে সূরা শামস নিয়ে মতভেদ ছিলো। এখানে আমরা একটা আয়াত সম্পর্কে জানতে পারি যা বিতর্কিত ও বর্তমানে পাওয়া যায়না

https://sunnah.com/bukhari/62/90
https://sunnah.com/bukhari/62/89
https://sunnah.com/bukhari/79/52

একাধিক লিখিত সংস্করন আছে কুরানের ও সেগুলোর পার্থক্য এমন যে পুরো শব্দই হারিয়ে যায়, অক্ষর যুক্ত করা হয়, একবচনকে বহুবচন করা হয় ইত্যাদি
https://m.facebook.com/story.php?story_fbid=2059751447588673&id=100006615126777

শয়তানি আয়াতের ঘটনা মুহাম্মাদের যেকোনো কথার উপরে সন্দেহ ছুড়ে দেয় বিশেষ করে যখন কুরানের ২২:৫২ তে স্বীকার করা হয় যে শয়তান নবী রাসুলদেরকে প্রতারিত করতে পারে আল্লাহর বানী কোনটি সে ব্যাপারে।

https://m.facebook.com/story.php?story_fbid=2055549591342192&id=100006615126777&_rdr



Monday, June 4, 2018

বিক্ষিপ্ত চিন্তাসমূহ



rationalwiki নামক একটা উইকি আছে যেটাতে rational বা বাস্তববাদি চিন্তাধারার লেখা প্রকাশ ও বিভিন্নধরনের কুসংস্কার ও মিথ্যাচার ধরা হয় বলে দাবি করা হয়। আমার training এর একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে কেটেছিলো ও পশ্চিমের ষড়যন্ত্র তত্ত্বপ্রচারক কমিউনিটির ষড়যন্ত্রগুলো সম্পর্কে ভালো রকমের ধারনা পাই এখান থেকেই। উদাহরন: ভ্যাকসিন করিয়ে রোগ থেকে রক্ষা করার হাত থেকে মানুষকে সরাতে ভ্যাকসিনের বিরুদ্ধে ভ্যাকসিন ভুয়া হবার মিথ্যাচার রটানো ও তা বিজ্ঞান বলে দাবি করা।




tor baap পেজ এবং sahil mahmood khan প্রফাইলের পোস্টের দৌড় দেখে মনে পড়ে গেলো চেলিব্রেটিদের স্ট্যাটাস সমগ্র নামক পেজটার কথা, নাস্তিক ব্লগার নীলয় নীল পরিচালিত জনবিচ্ছিন্ন কিন্তু সেলিব্রেটি দাবিদারদের পোস্ট নিয়ে গঠিত আরেক জনবিচ্ছিন্ন পেজের পরিহাস/irony টা। এই irony টা এতটা ঘটতো না যদি নাস্তিক ব্লগাররা war dialing এর প্রজেক্টে থাকতো। war dialing হচ্ছে বিভিন্ন পূর্বে-অজানা টেলিফোন নাম্বারে ডায়াল করার ব্যাপার এবং ইন্টারনেটের যুগে বিভিন্ন ইন্টারনেট লিংকে যাওয়ার ব্যাপারটাও এর মধ্যে পড়ে। চিন্তা করে দেখুন কেউ war dialing করে tor baap পেজ এর মতো জায়গা খুজে পেলো ও সেখান থেকে লোকজনের প্রফাইল ধরে ধরে নাস্তিকতা ও বিজ্ঞান প্রচারের কাজে গেলো।




অনলাইনে ব্লগের সময় থেকে নাস্তিকদের বিভিন্ন বড় ঘটনা যেমন প্রীতি ইমতিয়াজ প্রেম ফাস হবার ঘটনা, শাহজাহান বাচ্চুর হত্যা, শাহবাগের ঘটনা ও আরো অনেক বার দেখেছি যে অনলাইনে প্রবাসি বিএনপি কর্মীদের দেখেছি পোস্ট দিতে যে কিভাবে নাস্তিক ব্লগাররা আওয়ামি স্বৈরতন্ত্র সমর্থন করে গুম খুনের পক্ষে কথা বলেছে ও আজ তাদের নিজেদের উপরে গিয়ে লাগছে তার কামড়। নাস্তিক ব্লগাররা আসলেই আওয়ামি স্বৈরতন্ত্রের ষড়যন্ত্রের অংশ ও সমর্থক ছিলো কিনা এটার উপরে উত্তর লাগবে প্রচুর তথ্যপ্রমানসহ ও সাথে এটা প্রমান করতে হবে যে এই অনলাইন বিএনপি কর্মিগুলো যারা ইউরোপ ও নর্থ আমেরিকার বিভিন্ন দেশে অবস্থান করে শ্রম দিচ্ছে, তারা পশ্চিমা ইংলিশ মিডিয়াম সংস্কৃতির ছেলেমেয়েদের সাথে কতটা জড়িত আছে। এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ও ২০১৩ সালের শাহবাগ ঘটনার সময়ে বিএনপি কর্মীবাহিনিদের বড় উত্থান ও বাঙালি সাংস্কৃতিক চরমপন্থীদের আস্ফালনের সময়ে প্রথম চিন্তা করেছিলাম।

উদ্যম ও উৎসাহ শেষ হয়ে যাওয়া ও অনুভব না করাটা কি সাধারন প্রাকৃতিক নাকি এতে মনোচিকিতসার উপকরনসমূহ জড়িত হওয়া ছাড়া শেষ হবেনা ও তা কত পরিমানে লাগবে, তা একটা জানার বিষয়। মিত্র ও শত্রুপক্ষীয় আদর্শসমূহের বিভিন্ন অনুসারিদেরকে একটা সময়ে যেরকম আনন্দময়ি উৎসাহের সাথে তার আদর্শের চর্চা করতে দেখতাম প্রচারনা ও কর্মের মাধ্যমে, তার দৃশ্যমান হ্রাস দেখে চিন্তাটা মগজে আসলো।