Monday, January 22, 2018

পলায়ন, ট্রাক, বিদ্রোহ প্রসঙ্গে

যারা লুক্কায়িত, তাদের সুবিধা আছে যে তারা
চাপাতি ও গুলি থেকে দূরে থেকে আরো বেশিকাল টিকে দালালি অর্থাৎ lobbying অর্থাৎ কোনোকিছু কেনো করা উচিত তার পক্ষে প্রচারনা চালাতে পারে। lobbying, training দেওয়া ও লেখা তৈরির সর্বোচ্চ সম্ভাব্য সীমাদের একটা হচ্ছে truck factor, নামটা এসেছে ট্রাকে করে শিবির হিজবুত হেফাজত জঙ্গিদের আনানোর ভিত্তিতে। ফেসবুকের আগে ব্লগের জগতে কয়েকবার পোস্ট হয়েছে নাস্তিকদের একজোট হবার যাতে করে ছাগুরা যেভাবে ট্রাকে করে লোক নিয়ে ওয়াজ মানে তথ্যপ্রচার করতে যায়, নাস্তিকরা যেনো সেটা করতে পারবার সক্ষমতা অর্জন করতে পারে একদিন। ব্লগের যুগের নাস্তিকরা সক্ষমতা তৈরি করানোর মতো ছাগুবিধ্বংসী লেখা খুব বেশি তৈরি করতে পারেনি, পরবর্তীতে ফেসবুকের কিছু নাস্তিকরা তা পেরেছিলো। সামরিক ও রাজনীতি বিজ্ঞানের একটা সূত্র, "টাকার চেয়ে চেতনা বড় কাজ করে ও টাকা খেয়ে বিপরীত চেতনাতে বিদ্রোহ করা যায় লুকিয়ে বা প্রকাশ্যে। যদি ধরে শাস্তি দিতে পারে বিদ্রোহের জন্য, তবে তারা দাত কেলিয়ে হাসতে পারবে বিদ্রোহে ব্যর্থতার জন্য, যদি না পারে ও বিদ্রোহি জয়ী হয়, তাহলে বিদ্রোহী দাত কেলিয়ে হাসবে।" আমাদের উপরের যারা আছে ক্ষমতার অবস্থানে, তাদের যদি অস্ত্র ও ক্ষমতার আরো প্রাচুর্য হতো তাহলে বিদ্রোহি নাস্তিকদের তা দিয়ে ঠেকানোর মাধ্যমে তারা হয়তো উপভোগ করতো ও তখন আমার নিজের অবস্থা আরো শক্ত হতো কারন তখন বিদ্রোহ করলে গুলি খাবার হুমকিটি থাকতো।

No comments:

Post a Comment