Wednesday, January 17, 2018

প্যারাডক্সিকাল সাজিদ প্রসঙ্গে

প্যারাডক্সিকাল সাজিদ বইটিতে
ব্যবহৃত লেখাগুলো আমেরিকাভিত্তিক প্রটেস্ট্যান্ট খৃষ্টান ছাগুদের তৈরিকৃত বিভিন্ন মিথ্যাচার, যেগুলো তৈরিতে নেতৃত্ব দেয় institute of creation research, discovery institute, creation museum, creation miniseries international, ray comfort, venomfangx সহ বহু খৃষ্টানবাদি সংগঠন, সেগুলোর বাংলা অনুবাদ ও অনুবাদে "খৃষ্টানধর্ম সত্য" এর বদলে ইসলামধর্ম সত্য বাক্যটি বসানো হয়েছে। আরিফ আজাদ প্রফাইলটি একাধিক ব্যক্তির চালিত এবং অনুবাদ ও লেখা সংগ্রহ কাজে তারা এই দলগত কাজ ব্যবহার করেছে। প্যারাডক্সিকাল সাজিদ বইয়ের লেখার সাথে খাপে মিলানো জবাব ২০০৮ সালে মুক্তমনা ব্লগের তৈরিকৃত বই "বিজ্ঞান ও ধর্ম: সংঘাত নাকি সমন্বয়" তে। বইটি এবং পরবর্তীতে somethingawful, 4chan, kur5hin প্রমুখ সাইটের নাস্তিক বিজ্ঞানবাদিদের লেখা বড় রকমের সাহায্য করে তাদেরকে দ্রুত ধোলাই করতে।

No comments:

Post a Comment