Friday, January 8, 2016
নাস্তিকতা, মুক্তচিন্তা, তৎসংশ্লিষ্ট ধান্দাবাজি
নাস্তিকতা, মুক্তচিন্তা নিয়ে তথ্যপ্রকাশ নিয়ে একধরণের ধান্দাবাজি হচ্ছে যার লক্ষণ হচ্ছে নাস্তিকতা নিয়ে নেটে লেখা বাঙালিদের আকস্মিক খ্যাতিবৃদ্ধি, বিত্তবৃদ্ধি, ক্ষমতাবৃদ্ধি এবং এই ধান্দাবাজির পথে আনার জন্য নব্য নাস্তিক বাঙালিদের একরকম খোচা দেওয়া হচ্ছে। ইউজনেট ও ৯০ এর দশকের ইন্টারনেটে নাস্তিকতা, ধর্মের ইতিহাস, বিশ্বের ইতিহাস নিয়ে প্রকাশিত বিভিন্ন ইংরেজি লেখার বাংলা অনুবাদ করার জন্য যে এতকিছু হচ্ছে, তার ফলে তারা যে ক্ষমতা ও গুরুত্ব পাচ্ছে সেটাকে ইংরেজিতে unwarranted importance বলা যায়, বাংলায় অযাচিত গুরুত্ব। সাথে অর্থপ্রাপ্তির ব্যাপার আছেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment