Saturday, January 2, 2016
anti-psychiatry, মানসিক চিকিৎসাবিরোধিতা
মানসিক চিকিৎসাবিরোধিতা আন্দোলনটি মানসিক চিকিৎসার "মননিয়ন্ত্রক (mind controlling)" এবং বিপদজনক পার্শ্বপ্রতিক্রিয়ার জায়গা থেকে পরিচালিত। মুক্তমনা বা freethinker এর শর্তসমূহের একটি হলো anti-psychiatry এর সমর্থন, চিন্তা ও আচরনের স্বাধীনতার জায়গা থেকে। বাঙালি সমাজে বিদ্যমান নাস্তিক ব্লগার ও ফেসবুকারদের মধ্যে মুক্তমনা দাবিদারদের অধিকাংশরাই এই শর্তটি পূরণ করেনা বরং তারা মানসিক চিকিৎসাব্যবস্থার কড়া সমর্থক, যা বড় মাত্রার hypocrisy তথা বাটপারি। আইন ও সামরিকব্যবস্থায় যথেষ্ট ক্ষমতা না থাকায় এদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনসহ বিভিন্ন অপরাধের মামলা দেওয়া যাচ্ছেনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment