Tuesday, January 19, 2016
গেমারগেট পরিচিতি
২০১৪ সালের অগাস্ট মাসে শুরু হওয়া অনলাইন ঘটনা (online phenomenon) এটি যা তীব্র মাত্রায় মিডিয়া কভারেজ পায়। ঘটনাটি ভিডিওগেমের সাংস্কৃতিক জগতে প্রগতিবাদ (progressivism) ও যৌনবৈষম্যবাদ (sexism) এর আলোচনাকে নতুন করে জাগিয়ে তোলে। ঘটনাটির সূচনা হয় জো কুইন (zoe quinn) এর সাবেক বালকবন্ধু এরন জনি (eron gzoni) প্রকাশিত ব্লগ "zoe post" এর পরে, যেখানে সে ৯৪২৫ টি শব্দের একটি রচনাতে বিভিন্ন ঘটনার বর্ণনা করে যার সারাংশ হচ্ছে যে কুইন, নাথান গ্রেসন নামক এক সাংবাদিক, যে সাংবাদিক গকার মিডিয়ার কোটাকু পত্রিকায় কাজ করতো। ব্লগটি প্রকাশের পর অনলাইনে যেসব ব্যক্তিরা, তাদের নিজস্ব ভাষ্য অনুযায়ী "ভিডিওগেম সংস্কৃতিতে রাজনৈতিক সংশোধনবাদ (political correctness) এর বিরুদ্ধে" তারা বিভিন্ন ওয়েবসাইটে #gamergate হ্যাশট্যাগটি ব্যবহার করে ও তার সাথে নিজস্ব ঘৃনাবাচ্য (hate speech), হুমকি এবং ব্যক্তিগত তথ্যপ্রকাশের কাজ করে থাকে। গেমারগেটপন্থীদের অধিকাংশরা টুইটার, ফোরচ্যান, এইটচ্যান ও রেডিটে জড়ো হয়ে তাদের কাজগুলো করতে থাকে।
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Gamergate_controversy
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment