Thursday, January 14, 2016

প্রাইভেসি লংঘন নাকি?

http://www.istishon.com/node/15341 এই লিংকে এবং http://www.istishon.com/node/15314 এই লিংকে প্রদর্শিত তথ্যগুলোর উৎস কি? তথ্যগুলো কি আদৌ সত্য প্রমানিত। সত্য প্রমানিত ও গোপন সূত্র হয়ে থাকলে "গোপন সূত্র"সমূহ থেকে গোপন খবর পাবলিক ব্লগে আসলো কিভাবে? প্রাইভেসি আইনের লংঘনের মাধ্যমে গোপন তথ্য প্রকাশ ও একইসাথে libel অর্থাৎ মানহানির অপরাধে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা কেনো? এই ব্লগাররা কিভাবে সকল আইন ও ক্ষমতার উর্ধ্বে উঠলো?

No comments:

Post a Comment