চিন্তাংশ (meme) এর ব্যাপার হচ্ছে তা ছড়ায় ও প্রজন্মান্তর টিকে থাকার চেষ্টা করে। ইসলামি জিহাদি, কমিউনিস্ট গনহত্যাকারি, জাতীয়তাবাদি সমাজতান্ত্রিকসহ যতরকম আদর্শ আছে, তাদের ভয়াবহতা যদি কিছু থাকে, সেটা তাদের হত্যাযজ্ঞতে যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে তার আদর্শিক ব্যবস্থা ও তার সাথে সম্পর্কিত ঐতিহাসিক বর্ণনা বা narrative টা রাজত্বকারী করে তাকে টিকিয়ে রাখা। সহজ ভাষাতে বললে, নামাজিরা টিকে থাকবে ও নাস্তিকদের গবেষনা তথ্য বিলুপ্ত হয়ে যাবে এরকম হচ্ছে ব্যাপারটা।
No comments:
Post a Comment