আস্তিকদের প্রতিটা মিথ্যাচারের জবাব আগের লেখাগুলোতে দেওয়া হয়ে গেছে। আস্তিকদের কথার জবাব দিতে যে জ্ঞানগুলো দরকার ছিলো নির্দিষ্ট কি কি বিষয়তে, সেটাতে দক্ষ এক বা একাধিক নাস্তিকদের দরকার ছিলো, যেটা ভাগ্যক্রমে হয়ে গেছে বাংলাভাষি নাস্তিক লেখকদের ধরন বা type অনুযায়ী যেটা নিয়ে বর্ণনা দিবার চেষ্টা পরে হবে। এই লেখাটা তৈরি করা হচ্ছে নাস্তিকদের জীবনাচরন সংস্কৃতি কিরকম হবে ও নাস্তিক হিসাবে বিভিন্ন করা প্রশ্নের জবাব দেওয়া। মানুষসহ সব চিন্তাশীল বস্তু যার মধ্যে AI ও আছে, তাদের চিন্তার খাতের বস্তুগুলো নির্ভর করে পরিবেশ থেকে প্রাপ্ত তথ্যের উপরে ও সেটার জন্য চিন্তাতে সম্পূর্ণতা বা অসম্পূর্ণতা থাকতে পারে যেমন কোনোকিছু অনুভব করা কিন্তু সঠিকভাবে বর্ণনা করতে না পারা, যার জন্য এই লেখাটা অসম্পূর্ণ মনে হতে পারে। লেখাটা edit করে ক্রমান্বয়ে তথ্য যুক্ত করা হবে প্রশিক্ষনের প্রয়োজনে।
প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাভাষি নাস্তিক সমাজে আন্তর্জাতিক রাজনীতির capitalist বা ধনতান্ত্রিক খাও দাও ফুর্তি করো উপভোগ নীতি vs communist বা কেউ খাবে খাবেনা তা হবেনা, জোর করে সবাইকে সমান করাতে হবে নীতির লড়াইটা বড় রকমে দেখা যায়। অন্যান্য নাস্তিক সমাজের হিসাবের তুলনায় এখানে capitalist communist অনুপাতটা বেশিমাত্রায় evenly spread বলে হয়তো এরকম। এর সাথে জড়িত আছে বাঙালি সংস্কৃতির চর্চা মানে কি কি সংস্কৃতি বাঙালি হবে এবং বাঙালি হবেনা তা নিয়ে চলমান লড়াইটা ও তার পক্ষরা মানে belligerent রা। বাঙালি সাংস্কৃতিক গ্রুপগুলোকে বুঝা যায় তাদের তবলা, একতারা ব্যবহার, লালন রবীন্দ্র নজরুল এসবের গনহারে চর্চা এবং তাদের প্রতিপক্ষ পশ্চিমা সাংস্কৃতিক জনগন যাদের বুঝা যায় অ্যানিমে দেখা, গেম খেলা, musical.ly দিয়ে গানের তালে নাচার আধুনিক ভিডিও তৈরি, কমিকস সংগ্রহ ও পড়া, ফেসবুক ব্লগ টুইটারে এসব নিয়ে বিতর্ক করা মন্তব্য করা এসবের মাধ্যমে।
No comments:
Post a Comment