Monday, March 7, 2016
কপিরাইট ইস্যু
আন্তর্জাতিক কপিরাইট আইন অনুযায়ী ৭৫ বছরের বেশি পুরাতন সকল বুদ্ধিবৃত্তিক বস্তু (লেখা, ভিডিও, গানের সুর প্রভৃতি) পাবলিক ডোমেইনের অংশ, অর্থাৎ, তার উপরে কপিরাইট প্রযোজ্য না। পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত সকল বস্তুর কথা রেফারেন্স করা কিংবা উৎসের নাম সহকারে কপিপেস্ট করাটা সবার জন্য বৈধ। ইন্টারনেটে বিদ্যমান বস্তু বা কন্টেন্টসমূহের এক অগনণিত অংশর জন্যও পাবলিক ডোমেইন আইন প্রযোজ্য। অভিজিৎ রায়, বন্যা আহমেদ ও শামসুজ্জোহা মানিকের রিলিজকৃত বইগুলোর অধিকাংশই পাবলিক ডোমেইন কন্টেন্টের উপর ভিত্তি করে তৈরিকৃত রেফারেন্স শিট, কোনো অরিজিনাল কন্টেন্ট খুজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে তারা যেসব রেফারেন্সের কথা উল্লেখ করেছে, সেগুলো অন্য কেউ তার নিজের লেখায় উল্লেখ করলে তা কপিরাইটের লংঘন হবেনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment