Monday, March 14, 2016
এন্ড অফ ডেজ
end of days বা দিনসমূহের সমাপ্তি কথাটি দিয়ে কিয়ামতকে বোঝানো হয়, বিশ্বজগতের সমাপ্তিকালকে। "বনের বাঘে খায়না, মনের বাঘে খায়" প্রবাদটি দিয়ে এই কথা বোঝানো হয় যে মন যদি ধ্বংস হয়ে যায় এবং মনে করে যে দূর্যোগ ঘটেছে, তবেই সেটা ব্যক্তির জন্য আসল দূর্যোগের ফল নিয়ে আসে। বাঙালী সমাজে নাস্তিক ব্লগার ও ফেসবুকারদের কৃত বিভিন্ন বাটপারি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যপ্রকাশ, হুমকিদান, সহিংসতা, কুসংস্কারপ্রচার ও তৎসংশ্লিষ্ট এজেন্সির দালালির মহামারী, সেইসাথে এই লেখকের উপরে সংঘবদ্ধ হামলার ঘটনা লেখককে "কিয়ামতি" মানসিকতায় নিয়ে এসেছে, যেখানে সবকিছু ধ্বংসপ্রাপ্ত ও আশাহীন বলে প্রতীত হয়। উল্লেখ্য, মানুষের মনস্তত্ত্ব গবেষনার মাধ্যমে যে ক্ষুদ্র তথ্য আবিষ্কার হয়েছে এই ব্যাপারে, তা বলে থাকে যে ব্যক্তি যা করে থাকে, তার পিছনে অধিকাংশই প্রাপ্তির লোভ ও অপ্রাপ্তির ভয় কাজ করে। যেহেতু এই লেখকের পক্ষে এরকম কোনো সম্পদ বা কোনো বিরতকরনের ব্যবস্থা নেই যার মাধ্যমে তাদেরকে তাদের কুকর্ম থেকে বিরত করা যাবে, তাই ব্যর্থতা হচ্ছে বর্তমান অনিবার্য ফল।
Monday, March 7, 2016
কপিরাইট ইস্যু
আন্তর্জাতিক কপিরাইট আইন অনুযায়ী ৭৫ বছরের বেশি পুরাতন সকল বুদ্ধিবৃত্তিক বস্তু (লেখা, ভিডিও, গানের সুর প্রভৃতি) পাবলিক ডোমেইনের অংশ, অর্থাৎ, তার উপরে কপিরাইট প্রযোজ্য না। পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত সকল বস্তুর কথা রেফারেন্স করা কিংবা উৎসের নাম সহকারে কপিপেস্ট করাটা সবার জন্য বৈধ। ইন্টারনেটে বিদ্যমান বস্তু বা কন্টেন্টসমূহের এক অগনণিত অংশর জন্যও পাবলিক ডোমেইন আইন প্রযোজ্য। অভিজিৎ রায়, বন্যা আহমেদ ও শামসুজ্জোহা মানিকের রিলিজকৃত বইগুলোর অধিকাংশই পাবলিক ডোমেইন কন্টেন্টের উপর ভিত্তি করে তৈরিকৃত রেফারেন্স শিট, কোনো অরিজিনাল কন্টেন্ট খুজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে তারা যেসব রেফারেন্সের কথা উল্লেখ করেছে, সেগুলো অন্য কেউ তার নিজের লেখায় উল্লেখ করলে তা কপিরাইটের লংঘন হবেনা।
Wednesday, March 2, 2016
পুরোনো প্রস্তাবনা আরেকবার
বাঙালী নেটসমাজের ইসলামিস্ট সংগঠনগুলো তাদের সংগঠনসমূহের জন্য একটি করে পাবলিক ফেসবুক গ্রুপ থুলুক (সদালাপ ব্লগের জন্য সদালাপ গ্রুপ, বাশেরকেল্লার জন্য গ্রুপ)। সে গ্রুপগুলোতে নাস্তিকদের উন্মুক্ত প্রবেশ ও বিতর্কের সুযোগ দেওয়া হোক, তারপরে দেখা যাবে কারা যুক্তি ও সত্যের পথে কাজ করছে। আমার চ্যালেঞ্জ।
Subscribe to:
Posts (Atom)